নেত্রকোণার বারহাট্টায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ডায়াবেটিকস রোগীদের ফ্রি টেস্ট, রোগীদের নিয়ে সেমিনার, সচেতনতামূলক র্যালি ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে।
আজ শনিবার (‘২০ ফেব্রুয়ারী) উপজেলার এসএসসি ৯২ ও ৯৩ ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে এই কর্মসূচী পালিত হয়।
বারহাট্টা অডিটরিয়াম হতে সকাল ১১ টায় ডায়াবেটিকস রোগীদের সচেতনতামূলক একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে নেতৃত্ব দেন ডাঃ আব্দুল হালিম, কৃষিবিদ সারোয়ার মুর্শেদ জাস্টিস, গণমাধ্যম কর্মী আলী হাসান রুপন, ফারুক আহমেদ, শামীম আহমেদ, ইঞ্জিনিয়ার জসিম আহমেদ, আব্দুস সালেক খোকন, সাখাওয়াত হোসেন কাজল, মাসুম আহমাদ, মাহবুব আলম, হাবীবুর রহমান হাবীব, শাহিনুর রহমান শাহীন, সাইদুর রহমান প্রমুখ।
এ সময় ৯২ ও ৯৩ ব্যাচের শিক্ষার্থীরা জানান, করোনাকালীন সময়ে বিপর্যয়ের মধ্যে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করা হচ্ছে। সরকারের পাশাপাশি সকলের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
আরো পড়ুনঃ জমি নিয়ে সংঘর্ষে নিহত এক; আহত দশ
লতিবুর রহমান খান/জনপ্রিয়