নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ১২নং রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তরুণ সমাজসেবক লুৎফর রহমান আকন্দ বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী ও সমর্থক নিয়ে এলাকায় গণসংযোগ করেছেন।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে দলীয় নেতাকর্মী ও কর্মী সমর্থকদের বিশাল বহর নিয়ে এ গণসংযোগ শুরু করেন।
পরে তিনি রোয়াইলবাড়ি বাজার, নিলাম্বরখিলা, কান্দিপাড়া, পাথাইরকোনা গ্রামসহ বেশ কয়েকটি গ্রাম ঘুরে ঘুরে ভোটারদের দেয়া ও সমর্থক কামনা করেন।
এ সয়য় বীর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তার আহম্মদ, জাহের উদ্দিন, আব্দুল মালেক, হাবিবুর রহমান, মঞ্জরুল হক, সাবেক ইউপি সদস্য ইসহাক মিয়া, ছাত্রনেতা আনোয়ারুল হকসহ প্রায় ৩ শতাধিক আওয়ামীলীগের নেতাকর্মী ও সমর্থক তার সঙ্গে ছিলেন।
নৌকার মনোনয়ন প্রত্যাশী মো. লুৎফর রহমান আকন্দ বলেন, ‘আমি প্রতিদিনই দলীয় লোকজন ও কর্মীসমর্থকদের সাথে নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি এবং ব্যাপক সারা পাচ্ছি। দলীয় হাইকমান্ড যদি আমাকে মনোনয়ন দেন তাহলে রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নে নৌকার বিজয় নিশ্চিত করে জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেব’।
আরো পড়ুনঃমসজিদ ফান্ডের টাকা আত্মসাত: মানববন্ধন ও সংবাদ সম্মেলন
জীবন/জনপ্রিয়