নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ২০২০-২১অর্থ বছরের টিআর, কাবিখা প্রকল্পের আওতায় মুজিববর্ষ উপলক্ষে তালগাছ রোপন কর্মসূচী কার্যক্রমের উদ্ধোধন করা হয়েছে।
বুধবার (২৭ জানুয়ারী) এ কর্মসুচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম।
এ উপলক্ষে উপজেলার বাকলজোড়া ইউনিয়নে কেট্টা সড়কের দুপাশে তাল গাছের চাড়া লাগানো হয়।
এ সময় অন্যদের মধ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম সফিক, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি সাইফুল ইসলাম খান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম বলেন, মুজিববর্ষ উপলক্ষে সারাদেশের ন্যায় দুর্গাপুর উপজেলার সাতটি ইউনিয়নে ৭ হাজার ৫শটি তালের বীজ, ৭ শত ৫০টি তালের চাড়া রোপন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
আরো পড়ুনঃ আত্মরক্ষার সুযোগে দুর্গাপুরে মার্শাল আর্ট প্রশিক্ষণ