নেত্রকোনার দুর্গাপুরে দুই কিশোরকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারী) রাতে পৌরসভার দক্ষিনপাড়া ও শহীদ মিনার এলাকায় এই ঘটনাটি ঘটেছে।
আহতরা হচ্ছে, উপজেলার সদরের ইয়াকুব আলী তালুকদার ইলিয়াস তালুকদার (২৩) ও উপজেলা সদরের বড়বাজার এলাকার নাজমুল শাহাদাত বাবুলের আশিকুর রহমান আসিফ (১৫)।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহনুর এ আলম আজ শুক্রবার (১৯ ফেব্রুয়ারী) দুপুরে ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ আরো জানায়, বৃহস্পতিবার রাতে পৌর এলাকর দক্ষিনপাড়া এলাকায় কিশোর ইলিয়াসকে কে বা কাহারা কুপিয়ে মারাত্মক জখম করে ধান ক্ষেতে ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তিতে স্থানীয়রা ওই কিশোরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনার পরেই পৌর এলাকার শহীদ মিনারের সামনে আশিফুর রহমান আসিফ (১৫) নামে আরেক কিশোরকেও এলোপাথাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। স্থানীয়রা তাঁকেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। পরবর্তিতে এক পক্ষের সমর্থকরা শহরের উকিলপাড়া এলাকার একটি দোকান ও গাড়ী ভাংচুর করে পালিয়ে যায়।
এ ব্যাপারে ওসি আরো জানায়, এ ঘটনায় আতিক নামে একজনকে আটক করা হয়েছে। কি কারণে এ ঘটনা ঘটেছে প্রাথমিকভাবে তা জানতে পারেনি পুলিশ। বিশৃঙ্খলা এড়াতে শহরের পুলিশের টহল জোরদার করা হয়েছে। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানায় পুলিশ।
আরো পড়ুনঃ ভারতে অনুপ্রবেশের সময় ১২ জন আটক করেছে বিজিবি
তবারক/জনপ্রিয়